রাশিয়ার একটি আদালত, গুপ্তচরবৃত্তির দায়ে আটক এক অ্যামেরিকানকে জামিন দিতে অসম্মতি জানিয়েছে ।
যুক্তরাষ্ট্র ও বৃটেনের দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং যুক্তরাষ্ট্র বাহিনীর প্রাক্তন মেরীন সেনা পল হোয়েল্যান গ্রেফতার হন ২৮ ডিসেম্বর- রাশিয়ার ফেডারেল সিকিউরিটী সার্ভীস FSB-র কথায় যা ছিলো কিনা গুপ্তচরবৃত্তি , সেই তৎপরতার দায়ে – যে অভিযোগে তিনি ঠিক যে কি করেছিলেন নির্দিষ্টভাবে তার উল্লেখ করা হয়নি ।
তাঁর পরিবার ব’লেছেন নির্দোষ তিনি ।
৪৮ বছর বয়সী পল হোয়েল্যান মঙ্গলবার মস্কোর একটি আদালতে হাজির হয়ে আর্জি জানান – মামলা চ’লতে থাকুক, তাঁকে আপাতত: জামিনে মুক্তি দেওয়া হোক। বিচারক তাঁর ঐ অনুরোধ অনুমোদন করেন নি ।
জল্পনা কল্পনায় শোনা যাচ্ছে, রাশিয়ানরা সম্ভবত: রাশিয়ার মারীয়া বূটীনাকে মুক্ত ক’রতেই পল হোয়েল্যানকে বন্দী-বদল কৌশলে ব্যবহার ক’রতে চাইছে। মারীয়া বূটীনা ক্রেমলীনের নির্দেশে গুপ্তচর হ’য়ে এ্যামেরিকার রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন – এ দায়ে, নিজ দোষের কথা বূটীনা স্বীকার করেছেন। বূটীনা যুক্তরাষ্ট্রে বিদেশি চর হিসেবে কাজ করার দায়ে দোষি সাব্যস্ত হন । ক্রেমলীন অবশ্য, বন্দী-বদল কৌশলের সম্ভাবনার কথা অস্বীকার ক’রেছে ।