অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্তচরবৃত্তির দায়ে আটক এক অ্যামেরিকানকে জামিন দিতে অসম্মতি জানিয়েছে রাশিয়া


David Whelan, brother of Paul Whelan, poses in his house in Newmarket, Ontario, Canada, Jan. 2019.
David Whelan, brother of Paul Whelan, poses in his house in Newmarket, Ontario, Canada, Jan. 2019.

রাশিয়ার একটি আদালত, গুপ্তচরবৃত্তির দায়ে আটক এক অ্যামেরিকানকে জামিন দিতে অসম্মতি জানিয়েছে ।

যুক্তরাষ্ট্র ও বৃটেনের দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং যুক্তরাষ্ট্র বাহিনীর প্রাক্তন মেরীন সেনা পল হোয়েল্যান গ্রেফতার হন ২৮ ডিসেম্বর- রাশিয়ার ফেডারেল সিকিউরিটী সার্ভীস FSB-র কথায় যা ছিলো কিনা গুপ্তচরবৃত্তি , সেই তৎপরতার দায়ে – যে অভিযোগে তিনি ঠিক যে কি করেছিলেন নির্দিষ্টভাবে তার উল্লেখ করা হয়নি ।

তাঁর পরিবার ব’লেছেন নির্দোষ তিনি ।

৪৮ বছর বয়সী পল হোয়েল্যান মঙ্গলবার মস্কোর একটি আদালতে হাজির হয়ে আর্জি জানান – মামলা চ’লতে থাকুক, তাঁকে আপাতত: জামিনে মুক্তি দেওয়া হোক। বিচারক তাঁর ঐ অনুরোধ অনুমোদন করেন নি ।

জল্পনা কল্পনায় শোনা যাচ্ছে, রাশিয়ানরা সম্ভবত: রাশিয়ার মারীয়া বূটীনাকে মুক্ত ক’রতেই পল হোয়েল্যানকে বন্দী-বদল কৌশলে ব্যবহার ক’রতে চাইছে। মারীয়া বূটীনা ক্রেমলীনের নির্দেশে গুপ্তচর হ’য়ে এ্যামেরিকার রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন – এ দায়ে, নিজ দোষের কথা বূটীনা স্বীকার করেছেন। বূটীনা যুক্তরাষ্ট্রে বিদেশি চর হিসেবে কাজ করার দায়ে দোষি সাব্যস্ত হন । ক্রেমলীন অবশ্য, বন্দী-বদল কৌশলের সম্ভাবনার কথা অস্বীকার ক’রেছে ।

XS
SM
MD
LG