অ্যাকসেসিবিলিটি লিংক

আজ পহেলা ফেব্রুয়ারী ঢাকায় শুরু হয়েছে একুশের বইমেলা


শুক্রবার ঢাকায় শুরু হয়েছে বাংলা একাডেমী আয়োজিত ১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে পুরো ফেব্রুয়ারি মাস ব্যাপি অমর একুশে গ্রন্থমেলার।

শুক্রবার ঢাকায় শুরু হয়েছে বাংলা একাডেমী আয়োজিত ১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে পুরো ফেব্রুয়ারি মাস ব্যাপি অমর একুশে গ্রন্থমেলার।

আয়োজক সংস্থা বাংলা একাডেমী জানিয়েছে একাডেমী প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৪ লাখ বর্গফুটের মতো বিশাল এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা আর এতে অংশ নিচ্ছে ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠান।

একুশে বইমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বইয়ের আবেদন কখনো ফুরাবে না। বইমেলা মানে শুধু বেচাকেনা নয় বলে উল্লেখ করে তিনি বলেন বইমেলা বাঙ্গালীর প্রাণের মেলা । অনুষ্ঠানে এবার বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ৪ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবারের পুরস্কার প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী, কবিতায় কাজী রোজী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং কথাসাহিত্যে মোহিত কামাল।

XS
SM
MD
LG