অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে আগে তাঁকে কিছুই জানানো হয়নি- জেনারেল জোসেপ ভোটেল


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান জেনারেল জোসেপ ভোটেল বলেছেন সিরিয়ায় ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে বিজয় এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার আগে তাঁকে কিছুই জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান জেনারেল জোসেপ ভোটেল বলেছেন সিরিয়ায় ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে বিজয় এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার আগে তাঁকে কিছুই জানানো হয়নি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনপ্রনেতাদের সামনে জেনারেল ভোটেল একথা বলেন। বলেন, আমার সঙ্গে আলোচনা করা হয়নি।

গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সেই থেকে পেন্টাগন কর্মকর্তারা বলেন সিরিয়া থেকে কিছু যন্ত্রপাতি সরানোর কাজ শুরু হয়। সেখান থেকে ২ হাজার সেনা প্রত্যাহারের কাজও চলছে বলে জানানো হয়।

XS
SM
MD
LG