মিয়ানমারের রাখাইন ও পাশ্ববর্তী চিন প্রদেশে জানুয়ারির প্রথম থেকে শুরু হওয়া বৌদ্ধদের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি এবং মিয়ানমারের সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর মধ্যকার চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এবার মিয়ানমার থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করেছে।
গত তিনদিনেই বান্দরবন সীমান্ত পথে মিয়ানমারের চিন প্রদেশ থেকে দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী বান্দরবনের রুমাসহ ওই সব এলাকায় অনুপ্রবেশ করেছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। আর এই নিয়ে গত সপ্তাহ খানেক সময়ের মধ্যেই তিন শতাধিক মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আর এ কারণে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
এদিকে, নতুন করে মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশে বাংলাদেশ উদ্বিগ্ন। অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ওকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের উদ্বেগের কথাও জানানো হয়েছে। জাতিসংঘের হিসাব মোতাবেক মিয়ানমারের সর্বসাম্প্রতিক সংঘাতে রাখাইনেই ৫ হাজার ২শ জন বাস্তুচ্যুত হয়েছে পড়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু