অ্যাকসেসিবিলিটি লিংক

অনাথ আশ্রমে যৌন নির্যাতনের ঘটনার মামলায় কৈফিয়ত তলব


বিহারের একটি অনাথ আশ্রমে যৌন নির্যাতনের ঘটনার মামলায় অগ্রগতি না হওয়ায় সুপ্রিম কোর্ট আজ সংশ্লিষ্ট সব পক্ষের কৈফিয়ত তলব করেছে।

বিহারের একটি অনাথ আশ্রমে যৌন নির্যাতনের ঘটনার মামলায় অগ্রগতি না হওয়ায় সুপ্রিম কোর্ট আজ সংশ্লিষ্ট সব পক্ষের কৈফিয়ত তলব করেছে।

বিহারের মুজফ্ফরপুরে মেয়েদের একটি অনাথ আশ্রম চালানোর নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ব্রজেশ ঠাকুর আবাসিক মেয়েদের লাগাতার যৌন নির্যাতন ও ধর্ষণ করে যেত। গত বছর এই নারকীয় ঘটনার কথা জানা গেলেও অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায়। ক্রমে তা সুপ্রিম কোর্টের কানে যায় এবং ব্রজেশ ঠাকুর ধরা পড়ে।

সুপ্রিম কোর্ট বিহার পুলিশের হাত থেকে এর তদন্ত সিবিআইয়ের হাতে দিয়ে বলে, মামলা শেষ না হওয়া পর্যন্ত তদন্তকারী অফিসারকে যেন বদলি করা না হয়। কিন্তু প্রাক্তন সিবিআই প্রধান নাগেশ্বর রাও ওই অফিসারের বদলির নির্দেশ দেন। ফলে তদন্তে ও মামলায় বাধা পড়ে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পুরো বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ। আজ তিনি প্রথমেই মামলাটি বিহারের সিবিআই আদালত থেকে সরিয়ে দিল্লিতে শিশু নির্যাতন সংক্রান্ত বিশেষ আদালতে পাঠান এবং ছ'মাসের মধ্যে তার নিষ্পত্তি চান। এর পর সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার দায়ে নাগেশ্বর রাওকে ১২ই ফেব্রুয়ারি তাঁর সামনে হাজির হতে নির্দেশ দেন। গোটা ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সরকারকে তুলোধোনা করে প্রধান বিচারপতি বলেন, যথেষ্ট হয়েছে। এমনটা যেন আর না হয়। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG