অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকারী কে?


সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকারী কে? যুক্তরাষ্ট্রের সেনেট এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে শুক্রবার পর্যন্ত সময় দেয়। অনেকে ধারনা করেন সৌদী ক্রাউন প্রিন্স মোহামেদ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিক হত্যাকান্ডের সঙ্গে।

সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকারী কে? যুক্তরাষ্ট্রের সেনেট এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে শুক্রবার পর্যন্ত সময় দেয়। অনেকে ধারনা করেন সৌদী ক্রাউন প্রিন্স মোহামেদ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিক হত্যাকান্ডের সঙ্গে।

please wait

No media source currently available

0:00 0:02:21 0:00

আমাদের কুটনৈতিক সংবাদদাতা সিন্ডি সেইনের রিপোর্ট অনুসারে গত বছর অক্টোবরে ইস্তাম্বুলের সৌদী কন্সুলেট অফিসে নিহত হন ওয়াশিংটনপোস্টের কলামিস্ট জামাল খাশোগজি।

সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকারী কে?
please wait

No media source currently available

0:00 0:02:07 0:00

ওই হত্যাকান্ড নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় ওঠে। অনেকেই এ হত্যাকান্ডে সৌদী ক্রাউন প্রিন্স মোহামেদ বিন সালমানের হাত রয়েছে বলে আশংকা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বিষয়টি আলোচিত হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়।

আসল ঘটনা এখনো পর্যন্ত অজানা। নৃশংস ওই হত্যাকান্ডের হুকুম কে দিয়েছিল সেটিই এখনো সবার কাছে বড় প্রশ্ন। হুকুমদাতা হিসাবে সৌদী ক্রাউন প্রিন্স সালমানের নাম সবার আগে আসলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা বিশ্বাস করতে নারাজ। তিনি বারবারই এ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “হতে পারে তিনি হুকুমদাতা; আবার নাও হতে পারে”।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাস্ট্রমন্ত্রী মাইক পম্পেও বরাবরই বিষয়টি সম্পর্কে কথা উঠলৈ উল্লেখ করেন সৌদী আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের কথা। খাশোগজি হত্যাকান্ডের পর যুক্তরাষ্ট্র ১৭ জন সৌদী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে নয়। ক্রাউন প্রিন্স ঘটনার সঙ্গে তার কোন রকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।

যুক্তরাস্ট্রের সেনেট ফরেন রিলেশন্স কমিটি চেয়ারম্যান তেন্নেসীর রিপাবলীকান সেনেটর বব ক্রোকার এবং প্যনেলের র‍্যাংকিং ডেমোক্রেট নিউজার্সি সেনেটর বব মেনেন্দেজ গ্লোবাল ম্যাগনিটস্কি এ্যাক্ট তুলে ধরেন অক্টোবরে। এই মানবাধিকার আইনের আওতায় প্রেসিডেন্টকে ১২০ দির সময় দেয়া হয় জামাল খাশোগজি হত্যাকান্ড বা গুম হওয়ার মতো কোনো ঘটনায় সম্পৃক্তদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ার। শুক্রবার ছিল ১২০ দিনের সময়সীমার শেষদিন। ক্রোকার বলেন তিনি বিশ্বাস করেন সৌদী ক্রাউন প্রিন্স ওই নৃশংস হত্যাকান্ডের হুকুমদাতা ও পর্যবেক্ষনকারী।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র রবার্ট প্যালাডিনো ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে কি করবে তা বলতে অস্বীকার করেন, “আমরা কংগ্রেসের সঙ্গে বিষয়টি নিয়ে আরো আলোচনা করবো এবং জামাল খাশোগজি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুজে বের করার লক্ষ্যে কাজ করবো”।

মানবাধিকার গোষ্ঠি এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট হোয়াইট হাউজের প্রতি আহবান জানিয়েছে জামাল খাশোগজি হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তার তদন্ত রিপোর্ট সকলকে জানাতে। হোয়াইট হা্উজকে সৌদী আরবের প্রতি কড়া হুশিয়িরি দেয়ার আহবান জানিয়েছে তারা।

XS
SM
MD
LG