রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা বিষয়ক দু’দিনব্যাপি এক আন্তর্জাতিক সেমিনার শুক্রবার ৮ ফেবরুয়ারি নিউ ইয়রকে শুরু হয়েছে। Free Rohingya Coalition নামে বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও রোহিঙ্গা নেতাদের নিয়ে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নাড হলে। এ নিয়ে শুনুন আমাদের নিউ ইয়রক সংবাদদাতা আকবর হায়দার কিরনের বিশেষ রিপোর্ট