অ্যাকসেসিবিলিটি লিংক

শিশু আদালতে বিচারাধীন মামলার সংবাদ প্রচারে সতর্কতা অবলম্বনের নির্দেশ


বাংলাদেশের একটি উচ্চ আদালত শিশু আদালতে বিচারাধীন মামলায় আটক, বন্দি, অভিযুক্ত, আসামি বা সাক্ষী শিশুর ছবি, নাম, ঠিকানা এবং পরিচয় প্রকাশের বিরুদ্ধে সকল সংবাদ মাধ্যমকে সতর্ক করেছে।

বাংলাদেশের একটি উচ্চ আদালত শিশু আদালতে বিচারাধীন মামলায় আটক, বন্দি, অভিযুক্ত, আসামি বা সাক্ষী শিশুর ছবি, নাম, ঠিকানা এবং পরিচয় প্রকাশের বিরুদ্ধে সকল সংবাদ মাধ্যমকে সতর্ক করেছে।

গোপালগঞ্জের শিশু আদালতের একটি রায়ের বিষয়ে গত নভেম্বরে ডেইলি স্টার প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা একটি রিট আবেদনের রায়ে হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এমন সতর্ক বার্তা জানিয়ে বলেছে এ ধরনের খবর প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত খবরে শিশুর নাম, ঠিকানা, পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এবং খবরে সঠিক শব্দ চয়ন না করে ডেইলি স্টার বেআইনি কাজ করেছে বলে উল্লেখ করে আদালত বলেছে যেহেতু বিষয়টি নতুন তাই কোনও সাজা বা জরিমানা না করে সতর্ক করা হল যেন ভবিষ্যতে এমনটা আর না ঘটে।

এ বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী পরিচালক আব্দুস শহিদ হাই কোর্টের এই রায়কে শিশুদের অধিকার রক্ষায় একটি যুগান্তকারী রায় বলে বর্ণনা করেছেন।

XS
SM
MD
LG