অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারে বাবা, কাকা, মামার হাতে খুন হলেন যুবক-যুবতী


বিহারের গয়া জেলায় পরিবারের অমতে নিজেরা ভালবেসে বিয়ে করায় পরিবারের সম্মান রক্ষার নামে নিজের বাবা, কাকা, মামার হাতে খুন হলেন এক যুবক-যুবতী।

বিহারের গয়া জেলায় পরিবারের অমতে নিজেরা ভালবেসে বিয়ে করায় পরিবারের সম্মান রক্ষার নামে নিজের বাবা, কাকা, মামার হাতে খুন হলেন এক যুবক-যুবতী।

আগামী কাল ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিবস। সপ্তাহ জুড়ে চলছে তার উদযাপন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে ভালবাসার বার্তা আর ছবিতে। এরই মধ্যে ভালবাসার অপরাধেনৃশংসতার শিকার হয়ে প্রাণ দিতে হল এক নব দম্পতিকে। ঘটনাস্থল বিহারে গয়া জেলার বজিরগঞ্জেপরিবারের সম্মান রক্ষারছুতোয় মেরে ফেলা হয় তাঁদের। অভিযোগ, মৃতা তরুণীর বাবা-কাকা-মামা মিলে তরুণ-তরুণীকে গলা টিপে খুন করে, দেহ টুকরো করে কেটে, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে!

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তরুণীর গৃহশিক্ষক ছিলেন ওই তরুণ। কিছু দিন পরেই ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। দুজনের জাতি আলাদা হওয়ায় বাড়ি থেকে সেই সম্পর্ক মেনে নেয়নিপরে মন্দিরে বিয়ে করে, দূরে অন্য একটি এলাকায় আলাদা ঘর ভাড়া করে থাকতে শুরু করেন তাঁরা। বিষয়টি জানাজানি হতেই মেয়েটির পরিবার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশকে চাপ দিয়ে ওই তরুণ-তরুণীকে বাড়ি থেকে বার করে আনে৷ গ্রেফতার করা হয় তরুণকে। আদালতে ওই তরুণী বলেন, পরস্পরকে ভালবেসে বিয়ে করার জন্যই তাঁরা বাড়ি থেকে পালিয়েছিলেন। সব শুনে তরুণকে জামিনে মুক্তি দেয় আদালত। এরপর গ্রাম পঞ্চায়েতের কাছে নালিশ করা হয়, সেখানেও তরুণী সাফ জানিয়ে দেন, তাঁরা একসঙ্গেই থাকতে চান। শেষ পর্যন্ত পঞ্চায়েতও তাতে সম্মতি দেয়।

কিন্তু বাড়ির মেয়ে ও তার প্রেমিককে উচিত শিক্ষাদিতে বদ্ধপরিকর ছিল পরিবার। তরুণীর বাবা তার ভাই ও শালার সঙ্গে দুজনকেই খুনের ছক কষে। এক সময়ে তরুণকে রীতিমতো হুমকি দিয়ে ওই তরুণীকে নিয়ে তার পরিবারের লোকেরা বাড়ি ফিরে যায়৷ এরই মাঝে ওই তরুণ লুকিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান। তাঁকে ধরে একটি নদীর পাড়ে নিয়ে য়ায় অভিযুক্তরা৷ আনা হয় তরুণীকেও। অভিযোগ, সেখানেই প্রথমে তরুণ-তরুণীর গলা টিপে হত্যা করা হয়৷ তার পরে মৃতদেহগুলি টুকরো করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়৷ পুলিশ পুড়ে যাওয়া দেহাংশগুলি পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্তরা দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG