আন্তর্জাতিক মাদক চক্র চালানোর দায়ে দোষী প্রাক্তন কুস্তিগীর ও উচ্চ পদস্থ পুলিশ অফিসার জগদীশ সিং ভোলাকে শাস্তি দিয়েছে সিবিআই আদালত।
আমেরিকায় কুখ্যাত মেক্সিকান মাদক মাফিয়া এল চাপোর শাস্তির পরপরই ভারতের মাদক পাচারকারীদের শাস্তি ঘোষণা তাৎপর্যপূর্ণ। জগদীশের ২৪ বছর জেল আর আড়াই লাখ টাকা জরিমানা হয়েছে। সিবিআই জানিয়েছে, ইউরোপের নানা দেশে এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে ছিল জগদীশের মাদক চক্রের জাল। ছ’হাজার কোটি টাকার মাদক পাচার চক্র নিয়ে ২০১৩ সালে পাঞ্জাবে প্রথম হইচই শুরু হয়। মাদক পাচারকারী হিসেবে নাম জড়ায় জাতীয় চ্যাম্পিয়ন বক্সার রাম সিং এর। তাঁকে জেরা করে বেরোয় অর্জুন পুরস্কার জয়ী কুস্তিগীর জগদীশ ভোলার নাম। তদন্ত শুরু করে সিবিআই।
জানা যায়, জগদীশ একাই প্রায় ৭০০ কোটি টাকা মাদক পাচারের সঙ্গে জড়িত। পাঞ্জাব পুলিশের ডিএসপির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরের বছরই জগদীশ-সহ ৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ। বিচার শুরু হয় মোহালির সিবিআই আদালতে। তদন্তকারীরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মূল পাণ্ডাই ছিলেন জগদীশ। ওষুধের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তিনি পাচার করে দিতেন হিমাচল প্রদেশের নানা বেআইনি কারখানায়। সেখানে তৈরি কোটি কোটি টাকার সিন্থেটিক ড্রাগ চালান করতেন ইউরোপ ও আমেরিকায়। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা