অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ৩০ সিআরপিএফ জওয়ান নিহত


জম্মু ও কাশ্মীরে আজ নিরাপত্তা বাহিনীর ওপর এক জঙ্গি হামলায় অন্তত ৩০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন, আহত ৪০ জনেরও বেশি।

জম্মু থেকে সিআরপিএফ-এর আড়াই হাজার জওয়ানকে নিয়ে ৭০টি গাড়ির একটি কনভয় শ্রীনগরে যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর হাইওয়েতে পুলওয়ামার কাছে অনন্তপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হঠাৎই এসে সিআরপি-র একটি বাসে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণে ওই বাসটি এবং তার লাগোয়া আর একটি বাসের কিছু অংশ দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলেই ২০ জনের মৃত্যু হয়, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ৪০ জনকে, পরে তাঁদের মধ্যে ১০ জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বলা হয়েছে, ২০১৬ সালে উরির পর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর এত বড় জঙ্গি হামলা আর হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG