অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক


অস্ত্র, মাদক, চোরাচালান, নারী-শিশুপাচারসহ বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধমুলক কর্মকান্ড বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএসএফ। রিজিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস।

অস্ত্র, মাদক, চোরাচালান, নারী-শিশুপাচারসহ বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধমুলক কর্মকান্ড বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএসএফ। রিজিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস।

ভারত-বাংলাদেশ দু'দেশের সীমান্ত সমস্যা সমাধানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসফর রিজিয়ন কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের এই বৈঠকে যোগদেন বিজিবি’র চট্টগ্রাম, কক্সবাজার, সরাইল রিজিয়নের কর্মকর্তারা। বিএসএফ’র পক্ষ থেকে যোগ দেন মেঘালয়, গৌহাটি, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের কর্মকর্তারা। বৈঠকে চোরাচালান, মাদক পাচারসহ অপরাধমুলক কর্মকান্ড বন্ধে বিএসএফের কঠোর অবস্থানের কথা জানান মিজোরাম-কাচার ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ড.কানহু চরণ মাহালি।

দু' দেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে সীমান্ত সমস্যা সমাধানে ঐক্যমত্য হওয়ার কথা জানান বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল সিকদার।

যৌথ নদী কমিশনের মাধ্যমে ফেনী নদীর পানি সমস্যা সমাধান করার কথা জনান দু'দেশের সীমান্ত কর্মকর্তারা।

please wait

No media source currently available

0:00 0:01:51 0:00

XS
SM
MD
LG