যুক্তরাস্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবীকৃত ৫.৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার বরাদ্দ না দেয়া এবং পরবর্তীতে ৩৫ দিনের জন্য শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কর্মকান্ডের সাময়িক আংশিক বন্ধ থাকা এবং শেষ পর্যন্ত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় জরুরী অবস্থা ঘোষণার কথা বলেছেন। তার কি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বে এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং ক্যালিফোর্নিয়া ষ্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. আবু নাসের রাজীব।