অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতা


রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা ও ওই পন্থায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ এখন বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা ও ওই পন্থায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ এখন বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট - এর সাথে মঙ্গলবার ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী পেনি মরডান্ট বলেন, রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের সম্মানজনক নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিকসহ সকল পন্থা তার দেশের পক্ষ থেকে ব্যবহার করা হবে। যুক্তরাজ্যের মন্ত্রী রোহিঙ্গাদের উপরে নিপীড়ন-নির্যাতনসহ সার্বিক অন্যায় ও অমানবিক কর্মকান্ডের বিচারে তারা সদা তৎপর রয়েছেন বলে জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG