অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত যদি সামরিক কোনো অভিযানে যায় পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেবে- ইমরান খান


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ মঙ্গলবার হূঁশিয়ারী উচ্চারণে ব’লেছেন – ভারত যদি তাঁর দেশের বিরুদ্ধে সামরিক কোনো অভিযানে যায় তো তাঁর দেশ ত্বরিৎ পাল্টা ব্যবস্থা নেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ মঙ্গলবার হূঁশিয়ারী উচ্চারণে ব’লেছেন – ভারত যদি তাঁর দেশের বিরুদ্ধে সামরিক কোনো অভিযানে যায় তো তাঁর দেশ ত্বরিৎ পাল্টা ব্যবস্থা নেবে।

গেলো সপ্তাহে, বিরোধীত কাশ্মীর অঞ্চলে ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে আত্মঘাতি যে বোমা হামলা সংঘটিত হয় তার পর থেকে পারমানবিক শক্তিধর- পরস্পর ধুন্দুমার প্রতিদ্বন্দী দু’ দেশের মধ্যে মারাত্মক রকমের উত্তেজনা চারিয়ে ওঠে এবং তারই পটভূমিতে জাতির উদ্দেশে টেলিভিশনে প্রচারিত ভাষনে প্রধানমন্ত্রী খান এ হূঁশিয়ারী দিয়েছেন। খান বলেন – ভারত যদি ভেবে থাকে, পাকিস্তানের ওপর হামলা তারা চালাতে পারে – তাহ’লে এটাও তাদের বুঝতে হবে, পাকিস্তানও কালবিলম্ব না করেই পাল্টা ব্যবস্থা নেবে, কোনো বিকল্প কিছু থাকবে না বিধায়।

পুলওয়ামা অঞ্চলে সংঘটিত যে হামলায় ভারতীয় আরক্ষা বাহিনীর চল্লিশেরও বেশি সৈনিক নিহত হয়, নতুন দিল্লি তার জন্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গী গোষ্ঠী জায়শে মোহাম্মদকে দোষারোপ ক’রছে ঐ ষড়যন্ত্র পাকানোর দায়ে।

ভারতীয় নেতৃবৃন্দ ইসলামাবাদের বিরুদ্ধে দন্ডমুলক শাস্তিবিধানের প্রত্যয় ব্যক্ত ক’রেছেন, ব’লেছেন – জঙ্গী ঐ গোষ্ঠীর সঙ্গে প্রতিবেশি দেশ পাকিস্তানের যোগসাজস রয়েছে। পাকিস্তান অবশ্য এহেন অভিযোগকে ভিত্তিহীন ব’লে প্রত্যাখান ক’রেছে। পাকিস্তান ইতিমধ্যে, ভারত যে তাকে একঘরে করবার হূমকি দিয়েছে তারই প্রেক্ষাপটে জোর কূটনৈতিক তৎপরতা শুরু ক’রেছে- ইসলামাবাদে অবস্থানরত কমসে কম ৭০/৮০ জন রাষ্ট্রদূতকে এ অবধি এ বিষয়ে অবহিত করা হয়েছে। এমনটিই জানা গিয়েছে, কূটনৈতিক ও অন্যান্য সূত্র হ’তে।

XS
SM
MD
LG