যুক্তরাষ্ট্রে, দু’ হাজার বিশের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান গদ্দীনশিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিপরীতে- তাঁর সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দীতায় দাঁড়ানোর কথা ভাবছেন যাঁরা ডেমোক্র্যাট দলীয়দের মধ্যে থেকে – তাঁদের ঐ তালিকাটা এখন ক্রমশ:ই প্রলম্বিত হয়ে চ’লেছে –কংগ্রেসের সেনেট সভার সদস্য, সেনেটর বার্ণী স্যান্ডার্স আজ মঙ্গলবার, তিনিও যে ঐ প্রতিদ্বন্দীতায় নামতে চাইছেন এই ব’লে ঘোষনা দেওয়ায়। তালিকাটা স্বভাবত:ই আরো দীর্ঘ হ’লো এখন।
সেনেটর বার্ণী স্যান্ডার্স ডেমোক্র্যাট দলীয়দের মধ্যে থেকে দু’ হাজার ষোলোতেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতার জন্যে মনোনয়ন পেতে চেয়েছিলেন – কিন্তু ওবারে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটনের কাছে তাঁকে পরাজয় স্বীকার ক’রতে হয়েছিলো মনোনয়নের প্রতিদ্বন্দীতায়।
এঁর ভবিষ্যত পরিকল্পনায় কলেজ শিক্ষা অবৈতনিক করার এবং এ্যামেরিকার মানুষজনের স্বাস্থ পরিচর্য্যা ব্যবস্থাদি আরো বিস্তৃততরো করার যে চিন্তাভাবনা রয়েছে তাতে ক’রে ৭৭ বছর বয়সী বর্ষিয়ান এ রাজনীতিক জোর সমর্থন অর্জনে সক্ষম হয়েছেন।
দু’ হাজার বিশের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ববর্তী মনোনয়ন প্রাপ্তি ভোটের এখনো বৎসরাধিককাল বাকি রয়েছে- কিন্তু ইতিমধ্যেই, স্ফিত কলেবর ধারণ ক’রেছে, বলাই যায়।