চকবাজারের প্রাণসংহারী আগুন যে ৫ বছরের মরিয়ম সানিনের মাকে কেড়ে নিয়েছে-তা ওই অবুঝ শিশুটি শুক্রবারও জানতো না। ওই দিনই ডিএনএ পরীক্ষার জন্য সে নমুনা দিয়ে গেছে ঢাকা মেডিকেলে। শনিবার আবার এসেছে মামার কোলে চড়ে-মায়ের খোঁজে। তবে আজ সে জেনে গেছে-কিন্তু কিছুতেই বুঝতে পারছে না-মৃত্যু কি, বেদনার রং কি-কি অমূল্য ধন সে হারিয়েছে-যে বেদনা আজীবন তাকে বইয়ে বেড়াতে হবে।
সানিনেরা এভাবেই জানান দিয়ে যায়-রাষ্ট্রযন্ত্র নড়েচড়ে না কর্তৃপক্ষীয় অবহেলা আর ক্ষমতাবান লোভীদের অসীম ক্ষুধায়।
অসংখ্য স্বজন আজও মেডিকেলে ভিড় করে আছেন হারানো স্বজনদের খোঁজে।
কর্তৃপক্ষ এই পর্যন্ত ৪৭টি মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। ডিএনএ পরীক্ষার জন্য এই পর্যন্ত ১৯টি মরদেহের জন্য ৩২ জনের রক্তসহ নমুনা সংগ্রহ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন জানিয়েছেন, ২৪ জন এখনো নিখোজ রয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার অগ্নিকান্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তিনি পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার পুলিশ একটি মামলা করেছিল বটে, তবে কাউকেই এই পর্যন্ত গ্রেফতার বা আটক করা হয়নি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেজ প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে প্রেরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু