বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারপারসন বেগম জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার অবনতিশিল স্বাস্থ্যের বর্ণনা দিয়ে বলেন তাঁর অসুস্থতা মারাত্মক রূপ নিলেও গত তিন মাসে তাকে কোন ধরনের চিকিৎসা দেয়া হয়নি এমনকি এই ধরণের একজন রোগীর স্বাস্থ্যের নিয়মিত যে পরীক্ষা - নিরীক্ষা করা প্রয়োজন তাও করা হয়নি। তিনি সরকারকে এই বলে সতর্ক করেছেন যে খালেদা জিয়ার যদি কিছু ঘটে তবে তার সকল দায়িত্ব অনির্বাচিত এ সরকারকেই নিতে হবে।
মির্জা ফখরুল অভিযোগ করেছেন সরকার বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী এবং দুই বারের বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার কৌশল গ্রহন করেছে।