অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-কিম বৈঠক: কোরিয় উপদ্বীপের পরমানূ বিমুক্তিকরণ আলোচনা শুরু


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয় নেতা কিম জং ঊন পরস্পর হাত মিলিয়ে- সৌহার্দ্য বিনিময়ের পর, প্রধানত: কোরিয় উপদ্বীপের পরমানূ বিমুক্তিকরণ লক্ষে তাঁদের দ্বিতীয় প্রস্থের শীর্ষ বৈঠকের সূচনা ক’রেছেন ভিয়েতনামের হ্যানয়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয় নেতা কিম জং ঊন পরস্পর হাত মিলিয়ে- সৌহার্দ্য বিনিময়ের পর, প্রধানত: কোরিয় উপদ্বীপের পরমানূ বিমুক্তিকরণ লক্ষে তাঁদের দ্বিতীয় প্রস্থের শীর্ষ বৈঠকের সূচনা ক’রেছেন ভিয়েতনামের হ্যানয়ে।

বূধবার সন্ধ্যায়, সোফিতেল লেজেন্ড মেত্রোপোলে দু’দেশের পতাকা সারির সামনে দাঁড়িয়ে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন – মনে করিয়েদেন তাঁরা গেলো বছরের জুনে এভাবেই তাঁরা শুরু করেছিলেন তাঁদের মধ্যেকার প্রথম ঐতিহাসিক শীর্ষ বৈঠক সিঙ্গাপুরে।

সংক্ষিপ্ত মন্তব্যে ট্রাম্প বলেন সাংবাদিকদের- চেয়ারম্যান কিমের সঙ্গে মিলিত হয়ে আমি আহ্লাদিত হয়েছি- প্রথম শির্ষ বৈঠক যেমন সফল হয়েছিলো, মনে হয় এই দ্বিতিয়টিও তেমনি সার্থক হবে।

কিম আশবাদ ব্যক্ত করেন – বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক তাঁর সাফল্যমন্ডিত হবে- সবাই খুশি হবেন এমোনটাই ফললাভ অর্জিত হবে ব’লে মনে হয় তাঁর।

কথাবার্তার পর ট্রাম্প ও কিম আনুষ্ঠানিক নৈশভোজে মিলিত হন নিজ নিজ দলের শীর্ষ সদস্যবর্গের সঙ্গে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো তাতে উপস্থিত ছিলেন – বলাই বাহুল্য।

উত্তর কোরিয় নেতার সঙ্গে তাঁর দ্বিতীয় শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প এক টূইটবার্তায় পরমানূ অস্ত্র পরিত্যাগ ক’রে দেশের জন্যে চমৎকার একটা ভবিষ্যত সূনিশ্চিত করার জন্যে তাঁর বন্ধুপ্রতীম কিমের প্রতি আহ্বান জানান।

XS
SM
MD
LG