অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব কতোদিন চলবে


পাকিস্তানের হাতে আটক ভারতের বৈমানিক অভিনন্দনকে ফেরত দিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে জেনেভা কনভেনশন অনুসারে তাঁকে ফেরত দেয়া হয়েছে।

পাকিস্তানের হাতে আটক ভারতের বৈমানিক অভিনন্দনকে ফেরত দিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে জেনেভা কনভেনশন অনুসারে তাঁকে ফেরত দেয়া হয়েছে।

সমঝোতা বা অন্য কোনো বিষয় নেই।ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ্যাতোকিছুর পরও ভারত শাষিত কাশ্মীরের কিছু অঞ্চলে ভারত পাকিস্তানী বাহিনীর মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে।

তবে মঙ্গল ও বুধবারের দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলার পরে এখন পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত। দুই দেশই তাদের সীমান্ত অঞ্চলে সব ধরণের সতকর্তা নিয়েছে।

ভারত পাকিস্তানের এ যুদ্ধ যুদ্ধ মনোভাব আরো কতোদিন চলবে, কিভাবে এর অবসান হবে, অবসানকল্পে কার কি ভূমিকা এসব নিয়েই আজকের আলোচনা। অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন এবং কলকাতার সিনিয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য।

please wait

No media source currently available

0:00 0:31:03 0:00

XS
SM
MD
LG