জম্মু ও কাশ্মীরে জামাত ই ইসলাম দলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার পর বিচ্ছিন্নতাবাদী নেতাদের ব্যাপক ধরপাকড় চলছে।
জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়ার অভিযোগে জামাতের ব্যাংক অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে সরকার। পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এর ফলে কাশ্মীরে অশান্তি আরও বাড়বে। বস্তুত অশান্তি কমার কোনও লক্ষণ নেই। গতকাল কুপওয়ারায় দু'জন জঙ্গিকে মারতে গিয়ে চার জন সেনার মৃত্যু হয়েছে।
এদিকে কাল গভীর রাতে পাক বাহিনীর মর্টারের গোলায় পুঞ্চে একটি বাড়ির ভিতরে এক মা তাঁর দুই শিশু সন্তানসহ মারা যান। এই পরিস্থিতিতে পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত এক জওয়ানের স্ত্রী ভারত ও পাকিস্তানের নেতাদের কাছে শান্তির আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে সবশেষে পাওয়া খবরে জানা গিয়েছে, কাল রাতে ওয়াগা-আটারি সীমান্ত থেকে মুক্তি পাওয়া ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে অমৃতসর হয়ে বিমানে দিল্লিতে নিয়ে গিয়ে সামরিক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করানোর পর আজ তাঁকে সামরিক হস্টেলে রাখা হয়েছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা