অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছেন


ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অনেকগুলো মফস্বল শহরের মধ্যে একটি মাত্র হলো ভাটপাড়া।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অনেকগুলো মফস্বল শহরের মধ্যে একটি মাত্র হলো ভাটপাড়া। কিন্তু তার বিধায়ককে সাংসদও সমঝে চলেন, এমনই তাঁর দাপট। তাঁর নাম অর্জুন সিং।

ইদানিং লোকসভা সাংসদ হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করে লাভ হয়নি। গত মঙ্গলবার দলীয় প্রার্থীদের নাম ঘোষণার সময়েও অর্জুন মমতার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু দলনেত্রী ব্যারাকপুরের দু'বারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে সরিয়ে অর্জুনকে প্রার্থী করতে রাজি হননি। তার বদলে তাঁকে রাজ্যে মন্ত্রী হওয়ার এবং দলে আরও দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। ক্ষুব্ধ অর্জুন সিং-এর বিকল্প পথ ভাবাই ছিল। সোজা দিল্লি চলে গিয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে ব্যারাকপুরেই টিকিট দেবে বলেছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG