অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে জঙ্গী হামলায় ৬জন মারা গেছে


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে জঙ্গী হামলায় ৬জন আধাসামরিক বাহিনীর সদস্য মারা গেছে। পাকিস্তানের সর্ববৃহৎ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের প্রত্যন্ত জেলা জিরাতে এই ঘটনা ঘটে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে জঙ্গী হামলায় ৬জন আধাসামরিক বাহিনীর সদস্য মারা গেছে। পাকিস্তানের সর্ববৃহৎ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের প্রত্যন্ত জেলা জিরাতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পাকিস্তানী তালিবান খ্যাত তেহরিক-ই-তালীবান (TTP) হামলার দায় স্বিকার করেছে। জিরাত জেলার ডেপুটি কমিশনার কাদির বাখশ পীরকানি ভয়েস অব আমেরিকাকে জানান হামলার পর জঙ্গীদের ধরতে ব্যাপক তল্লাসী অভিযানে নেমেছে নিরাপত্তা বিহানী।

এর আগে রবিবার কোয়েটা অভিমুখী একটি চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে ৪জন যাত্রী নিহত হয়, আহত হয় ৮ জন। বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ঐ বোমা হামলার দায় স্বিকার করে।

XS
SM
MD
LG