অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেক্সিট নিয়ে আলোচনা উন্মুক্ত নয়-ইউরোপিয়ন কমিশন


ইউরোপিয়ন কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লডে জাংকার (Jean-Claude Juncker) বলেছেন ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়া যাওয়া নিয়ে সমঝোতা আলোচনার জন্যে ইউনিয়ন উন্মুক্ত নয়।

ইউরোপিয়ন কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লডে জাংকার (Jean-Claude Juncker) বলেছেন ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়া যাওয়া নিয়ে সমঝোতা আলোচনার জন্যে ইউনিয়ন উন্মুক্ত নয়। ২৯শে মার্চের পরে বৃটেনকে ইউনিয়নে রাখার সময়সীমা বাড়ানো হবে কি না সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ইউরোপীয়ন ইউনিয়ন নেতাদের বরাবরে বিষয়টি বিলম্বিত করার অনুরোধ করে একটি চিঠি দেবেন বলে ধারনা করা হচ্ছে। গত দুই বছর ধরে এ বিষয় নিয়ে ইউরোপীয়ন ইউনিয়ন এর সঙ্গে বৃটেনের যেসব আলোচনা হয়েছে হাউজ অব কমনস তা জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

XS
SM
MD
LG