ভূয়া লেবেল লাগানো ডায়েটারী সাপ্লিমেন্ট বা সম্পূরক খাদ্য যুক্তরাষ্ট্রে বিক্রির অভিযোগে এক চীনা নাগরিকের ১৮ বছরের জেল হয়েছে। ঝু জিয়াও বাও নামের লোকটি শাংহাই ওয়াসেটা ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানীর প্রতিনিধি।
আদালতে ঝাও শিকার করেছে যে সে ও তার সহকর্মীরা ভূয়া লেবেল দিয়ে ওই সাপ্লিমেন্ট বিক্রি করতো। ২০১৭ সালের সেপ্টেম্বরে লাস ভেগাসের একটি বানিজ্য মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।