অ্যাকসেসিবিলিটি লিংক

১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পাঁচ জনের মৃত্যুদণ্ড


১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার পাঁচ ব্যক্তিকে তাদের আনুপুস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার পাঁচ ব্যক্তিকে তাদের আনুপুস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।

আদালতের রায়ে বলা হয়েছে পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণসহ মানবতা বিরোধী অপরাধের সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত ৫ জনই নেত্রকোনা জেলার অধিবাসী এবং তাঁরা হলেন শেখ আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। আদালত পলাতক এসকল আসামিদের গ্রেফতার করে তাদের দণ্ড কার্যকর করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ২৫শে মার্চ বাংলাদেশ সরকার ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পর এ যাবৎ আদালত ৩৬ টি মামালায় ৮৫ জনকে দোষী সাব্যস্ত করেছে যাদের মধ্যে ৫৯ জনকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00


XS
SM
MD
LG