বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার পর অনেকেই বহুতল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বেশ কয়েকজন আতঙ্কে বহুতল থেকে ঝাঁপ দিতে শুরু করে। হেলিকপ্টারের সাহায্যে অনেককে উদ্ধার করা হয়।
এব পরিসংখ্যান অনুসারে গত এক দশকে বাংলাদেশে ১ লাখ ৬৮ হাজার ১৮টি আগুনের ঘটনা ঘটেছে যাতে নিহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ; আহত হয়েছেন সাড়ে ৭ হাজারেরও বেশি এবং আর্থিক ক্ষতি হয়েছে ৪ হাজার ২৮৩ কোটি টাকা।
বনানীর অগ্নিদুর্ঘটনা এবং চকবাজারের চুড়িহাট্টাসহ চলতি বছরের আগুনের ঘটনা যোগ করলে নিহত, আহত, আর্থিক ক্ষতি আরও বাড়বে। এখন সাধারণ প্রশ্ন হচ্ছে কেনো বারবার ঘটছে এই অগ্নি দুর্ঘটনা এবং এর শেষ কোথায়। এসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছেন আজ স্থপতি ইকবাল হাবীব।