অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার পুনরাবৃত্তি


গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার ঘটনার পুনরাবৃত্তি হল কি আজ কাশ্মীরের ই বানিহালে! আজ শনিবার কাশ্মীরের বাণীহালে গাড়ি বোমা বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার ঘটনার পুনরাবৃত্তি হল কি আজ কাশ্মীরের ই বানিহালে! আজ শনিবার কাশ্মীরের বাণীহালে গাড়ি বোমা বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। সংবাদ সংস্থার খবর এই ঘটনায় সেনা ও পুলিস এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তাদের হাতে যে সব তথ্য এসেছে, তাতে পুলওয়ামার কায়দায় জঙ্গি হামলার আশঙ্কা বাড়তে শুরু করেছে।

আজ ভারতীয় সময় বেলা ১২টা নাগাদ বানিহালের বিস্ফোরণের বিষয়টি সামনে আসে। প্রাথমিক ভাবে জানা গেছে জম্মু-কাশ্মীরের জওহর টানেলের কাছে জাতীয় সড়কের উপর একটি গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনার সময় সেখান থেকে কিছুটা দূরেই ছিল সিআরপিএফের কনভয়।

কিন্তু সময় যত এগোতে থাকে, ততই সামনে আসতে শুরু করেছে নতুন তথ্য। সেনার একটি সূত্র থেকে জানা গেছে যে গাড়িটিতে বিস্ফোরণ হয়, তার পাশ দিয়েই বেরিয়েছে সিআরপিএফ কনভয়। কনভয়ের একটি গাড়িতে ওই গাড়িটি ধাক্কাও মারে। তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। ঘটনায় ওই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিআরপিএফের গাড়িটিও। তবে জওয়ানরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

এদিকে বিস্ফোরণে গাড়িটি ভস্মীভূত হলেও চালকের খোঁজ নেই। ফলে চালক সেখান থেকে কীভাবে পালিয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই চালক পালিয়েছে, এই প্রশ্নের উত্তরের খোঁজে চালকের সন্ধান শুরু হয়েছে।অপরদিকে আজই আবারও জঙ্গি হামলার খবর মিলল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা থেকে। এবার হামলার লক্ষ্য ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখা। ওই শাখার নিরাপত্তার জন্য সেখানেই রয়েছে সিআরপিএফের বাঙ্কার। ওই বাঙ্কার লক্ষ্য করেই হামলা চালানো হয়। পুরো বিষয় দুটি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা বলে জানা গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG