অ্যাকসেসিবিলিটি লিংক

চুক্তি ছাড়াই ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাচ্ছে


কোনো রকম চুক্তি ছাড়াই ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমে ষ্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয়ন ইউনিয়নের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার।

কোনো রকম চুক্তি ছাড়াই ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমে ষ্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয়ন ইউনিয়নের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার।

ব্রাসেলসে এক আলেচনা সভায় বার্নিয়ার বলেন, ‘তার পরও তথাকথিত নো-ডিল ব্রেক্সিট বা চুক্তি ছাড়া বৃটেনের বেরিয়ে যাওয়া এড়ানো সম্ভব। তবে বৃটেনের কিছু সীমাবদ্ধতা আছে। ওইসব সীমাবদ্ধতা কাটিয়ে যদি বৃটিশ সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রস্তাব গ্রহন করেন তবে দুই বছরের ঐ আলোচনা ফলপ্রসু হতে পারে’।

এ পর্যন্ত বৃটিশ এমপিরা তিনবার ঐ প্রস্তাব বাতিল করেছেন। টেরিজা মে চুক্তির প্রস্তাব ভোটের জন্যে চতুর্থবার সংসদে উপস্থাপন করবেন বলে জানা গেছে।

২৯শে মার্চের মধ্যে বৃটেনের ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তবে বিষয়টি মে’র আনুরোধে ইউনিয়ন অল্প সময়ের জন্যে ১২ই এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। প্রস্তাবের সম্ভাব্য সমঝোতা হচ্ছে- ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে আসলেও একটি ক্ষুদ্র ইউনিয়নে থাকবে।

XS
SM
MD
LG