যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া আরো সংগঠিত ও শক্তিশালী করতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে তিনি নানা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী বা স্বরাস্ট্র নিরাপত্তা মন্ত্রী কিয়েরস্টিন নিয়েলসেন’কে বরখাস্ত করার তার সর্ব সাম্প্রতিক ঘটনা। বিষয়টি নিয়ে আমাদের হোয়াইট হাউজস সংবাদদাতা প্যাটসী ওয়াইদাকুসাওয়ারার রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।