অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের প্রেসিডেন্ট কে ক্ষমতাচ্যূত করেছে সেখানকার সামরিক বাহিনী


সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে সেখানকার সামরিক বাহিনী ক্ষমতাচ্যূত করেছে। তাঁর তিরিশ বছর ব্যাপী স্বৈরশাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলে আসা বিক্ষোভের মুখে তাঁকে অপসারণ করা হলো।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে সেখানকার সামরিক বাহিনী ক্ষমতাচ্যূত করেছে। তাঁর তিরিশ বছর ব্যাপী স্বৈরশাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলে আসা বিক্ষোভের মুখে তাঁকে অপসারণ করা হলো।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ বলেন যে প্রেসিডেন্ট আল বশিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নিরাপদ জায়গায় রয়েছেন।

তিনি বলেন সামরিক বাহিনী জরুরি অবস্থা জারি করেছে এবং সরকার পরিচালনার লক্ষে দু বছরের জন্য একটি পরিষদ গঠন করেছে। তিনি বলেন সকল রাজ্য ও স্থানীয় সরকার বিলুপ্ত করে দেয়া হয়েছে।

এর আগে ভয়েস অফ আমেরিকাকে সুদানের সামরিক সুত্রগুলো জানিয়েছে যে ৭৫ বছর বয়সী আল বাশিরকে

গৃহবন্দি করে রাখা হয়েছে। সুত্রটি বলেছে যে সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতারা একটি অন্তবর্তী সরকার গঠনের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন ।

প্রেসিডেন্টের এই ক্ষমতাচ্যুতি উদযাপনের জন্য হাজার হাজার লোক রাজধানী খার্তুমের রাস্তায় নেমে আসে । তারা নেচে নেচে বশির বিরোধী স্লোগান দেয়।

রাষ্ট্রীয় মাধ্যম জানাচ্ছে সুদানের শক্তিশালী জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ বলেছে তারা গোটা দেশে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে।

XS
SM
MD
LG