উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে বৃটিশ পুলিশ। ৭ বছর লন্ডনে একুয়েডর দূতাবাসে আশ্রয়ে থাকা এ্যাসাঞ্জকে আগের একটি গ্রেফতারি পরোয়ানায় আদালতে হাজির না হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার সাংবাদিক Jeff Custer, Ken Bredemeier, Jamie Dettmer, ও Chris Hannas এর প্রতিবেদন থেকে তথ্য নিয়ে বাংলাদেশের সিনিয়র সাংংবাদিক নাইমুল ইসলাম খানের সঙ্গে কথা বলছেন সেলিম হোসেন।