অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষক শফিউল ইসলামের হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ডঃ একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা চাঞ্চল্যকর মামলাটির রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, আবদুস সামাদ ওরফে পিন্টু (৩৪), আরিফুল ইসলাম ওরফে মানিক (৩৩) এবং মো সবুজ (১৮)। তাদের মধ্যে পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু ভয়েস অফ আমেরিকাকে জানান, এই রায়ে তিন জনের ফাঁসির আদেশ হয়েছে উল্লেখ করে বলেন, আমরা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যে রায় আনতে পেরেছি তাতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করার যে প্রবণতা আছে সেটা এ রায়ের মধ্যে দিয়ে কমে আসবে।

ডঃ শফিউল ইসলাম ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে ওই দিন বিকেলে তিনি হাসপাতালে মারা যান।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG