বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র অর্থায়নে নির্মিত একটি নতুন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ডেরিক ব্রাউন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন। নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটিতে প্রায় ১৮০০জন মানুষ আশ্রয় নিতে পারবেন এবং এটি ১৮০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা যাবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে জানান হয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর বাংলাদেশ সরকারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে এ প্রকল্পটির ব্যবস্থাপনা অংশীদার ছিল। ইউএসএআইডি ২০০১ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে দেশটির উপকূলীয় অঞ্চলে ৫শ’র বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে।
যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে উন্নয়ন সহায়তা বাবদ ৭শ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে। জহুরুল আলমের রিপোর্ট।