দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদ। ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদ বিএনপির হয়ে প্রথম সংসদে যোগ দিলেন। এর আগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের দুই এমপি শপথ নেন। গণফোরামের ওই দুই এমপির একজন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম। অন্য সদস্য মোকাব্বির খানকেও বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে দলটি। শপথ নেয়া জাহিদুর রহমানের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাহিদুর রহমান এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নির্বাচনী এলাকার জনগণের চাপেই তিনি শপথ নিয়েছেন। সংসদে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিও তুলে ধরবেন।
বৃহস্পতিবার দুপুরে অনেকটা আকস্মিকভাবেই জাহিদুর রহমানকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তাকে নিয়ে এ পর্যন্ত ২৯৫ জন এমপি শপথ নিলেন। বিএনপি থেকে নির্বাচিত অন্য পাঁচ জন সদস্য এখনও শপথ নেননি। তবে শেষ পর্যন্ত তারা কি করবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা চলছে।
সংসদ অধিবেশন শুরুর প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ৩০শে এপ্রিলের মধ্যেই শপথ নিতে হবে নির্বাচিতদের। নিয়ম অনুযায়ী শপথ না নিলে আসন শূন্য ঘোষণা করা হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী