অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশি কুস্তিগীর খালিকে বিজেপি ভোটের প্রচারে নামিয়েছে বলে তৃণমূলের নালিশ


বিদেশি নাগরিক, ডব্লিউ ডব্লিউ ই-খ্যাত কুস্তিগীর "খালি"কে বিজেপি ভোটের প্রচারে নামিয়েছে বলে তৃণমূল নালিশ করেছে।

বিদেশি নাগরিক, ডব্লিউ ডব্লিউ ই-খ্যাত কুস্তিগীর "খালি"কে বিজেপি ভোটের প্রচারে নামিয়েছে বলে তৃণমূল নালিশ করেছে।

নির্বাচন কমিশনকে তৃণমূল বলেছে, দলীপ সিং রাণা, যিনি পেশাদার কুস্তির জগতে "দ্য গ্রেট খালি" নামে পরিচিত, তাঁকে ভোটের প্রচারে নামিয়ে বিজেপি আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছে, কারণ খালি ভারতীয় নন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তৃণমূলের বক্তব্য, খালির জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে বিজেপি জনগণকে প্রভাবিত করে ভোট টানতে চাইছে। কিন্তু একজন বিদেশি কী করে বলতে পারেন সাংসদ হিসেবে কোন প্রার্থী যোগ্য?

উল্লেখ্য, কিছু দিন আগে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও গাজি নূরকে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা যাওয়ায় ভারত সরকার তাঁদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তৃণমূলের অভিযোগ পত্রে তার উল্লেখ না থাকলেও দুইয়ের মধ্যে একটা যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG