অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কি গ্রুপের চতুর্থ বৈঠক হবে


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে গঠিত বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কি গ্রুপের চতুর্থ বৈঠক নির্ধারিত সময়ের অনেক পরে মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হবে শুক্রবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব মাহবুব-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার পৌঁছেছেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে গঠিত বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কি গ্রুপের চতুর্থ বৈঠক নির্ধারিত সময়ের অনেক পরে মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হবে শুক্রবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব মাহবুব-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার পৌঁছেছেন। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনে একটি প্রত্যাবাসন সহায়ক পরিস্থিতি সৃষ্টির বিষয়ে প্রধানত: আলোচনা করা হবে বলে জানা গেছে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার কাছে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
যৌথ ওয়ার্কি গ্রুপের সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের মধ্য অক্টোবরে। ওই বৈঠকে ২০১৮ সালের ১৫ নভেম্বর ২২০০ জন রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনের মধ্য দিয়ে প্রত্যাবাসন কার্যক্রম শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এর পর থেকে প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা কার্যত বন্ধ ছিল। ....ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG