অ্যাকসেসিবিলিটি লিংক

এবার বাংলা ভাষায় কথা বলবে রোবট “বঙ্গ”


এবার বাংলা ভাষায় কথা বলবে রোবট “বঙ্গ”
please wait

No media source currently available

0:00 0:04:08 0:00

হিউম্যানোয়েড রোবট সোফিয়ার কথা নিশ্চই সবার মনে আছে। বিশ্বের প্রথম এই হিউম্যানয়েড রোবট তৈরি করে হংকংয়ের হ্যানসন রোবোটিকস। ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেফবর্নের অনুকরণে তৈরি করা হয় সোফিয়াকে। না বিদেশী কোন রোবট এর গল্প নয়, এবার জানাবো বাংলাদেশে তৈরী তরুণ শিক্ষার্থী আহসানুল আকিব এর তৈরী হিউম্যানোয়েড রোবট “বঙ্গ” এর কথা। রাজধানী ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ একজন শিক্ষার্থী আহসানুল আকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়াকালীন সময়ে “রোবট বঙ্গ” নামে একটি হিউম্যানোয়েড রোবট বানিয়েছেন। এই রোবটটি বাংলায় কথা বলতে ও বাংলায় প্রতিক্রিয়া ব্যাক্ত করতে পারে, এছাড়া, কোন কিছু ধরতে সক্ষম এই রোবটটি। সম্প্রতি আকিব ইন্ডিয়ার একটি প্রতিযোগীতায় “রোবট বঙ্গ” কে নিয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। আমাদের আজকের আয়োজন তাকে নিয়ে।

XS
SM
MD
LG