যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উপলক্ষ্যে মোটরসাইকেল চালকদের সংগঠন রোলিং থান্ডারের হাজার হাজার সদস্যের ওয়াশিংটন জড়ো হওয়া এবারই শেষবার, রোলিং থান্ডার এমন মন্তব্য করলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আগামী বছরও তিনি তাদের উপস্থিতি আশা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, “রোলিং থান্ডারের দেশপ্রেমিক সদস্যরা আগামী বছর এবং আরো সামনের দিনেও ওয়াশিংটন জড়ো হবে আশা রাখি। এখানে তারা আসতে ভালোবাসেন। আজ দিনটি আপনাদের আনন্দে কাটুক। পেন্টাগনের যারা এই আয়োজনে সহায়তা করছেন সবাইকে ধন্যবাদ”।
রোলিং থান্ডাররের নির্বাহী পরিচালক আর্টি মুলার বলেন মেমোরিয়াল দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী এই বার্ষিক মোটরবাইক রাইড আয়োজনে পেন্টাগনের আসহযোগীতায় তিনি ক্ষুব্ধ। তাই এবারই শেষবার অংশ নেয়া।
প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট নিয়ে মুলার কোনো মন্তব্য করেন নি।