অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় এটিএম হ্যাকিং করায় ছয় বিদেশি নাগরিক গ্রেপ্তার


অভিনব জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার দায়ে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিনব জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার দায়ে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পুলিশ গণমাধ্যমকে বলেছে ইউক্রেনের ওই ছয় নাগরিক যে উপায়ে ঢাকার খিলগাঁও এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেছে তা এর আগে কখনো দেখা যায় নি। পুলিশ জানিয়েছে ব্যাংকটির এটিএম বুথ থেকে টাকা তোলা হলেও তা ব্যাংকের সার্ভারে রেকর্ড হয় নাই বা কোনও গ্রাহকের হিসাব থেকেও টাকা কমে যায়নি। শনিবার রাতে খিলগাঁওয়ের এটিএম বুথ থেকে টাকা চুরি করতে গেলে দুই বিদেশির একজনকে বুথের নিরাপত্তা রক্ষী স্থানীয় জনগণের সহায়তায় আটক করে। পরে তাকে ব্যাংকের কর্মকর্তারা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচ জনকে আটক করে।

ব্যাংকের তরফে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00


XS
SM
MD
LG