অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতা প্রয়াত হয়েছেন


বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতা আজ সোমবার ভোরে কলকাতায় প্রয়াত হয়েছেন।

বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতা আজ সোমবার ভোরে কলকাতায় প্রয়াত হয়েছেন।

কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, ঘরবন্দি। গান গাইতে পারেন না, নিজের প্রতিষ্ঠিত সঙ্গীত গোষ্ঠী ক্যালকাটা ইউথ কয়্যারে যেতে পারেন না, শেষ অভিনয় মীরা নায়ারের ইংরেজি ছবি দ্য নেমসেক। তাও অনেক দিন হয়ে গেল। এক কালের সঙ্গীত আর অভিনয় জগতের অতি পরিচিত নাম রুমা গুহঠাকুরতা কবে যে ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন, মনে পড়ে না। আজ ভোর বেলা তাঁর জীবন দীপ চিরকালের মতো নিভে গেল। বয়েস হয়েছিল ৮৪ বছর।

বহুমুখী প্রতিভা আর বহুমুখী পরিচয়, রুমা গুহঠাকুরতা সম্পর্কে এই দুটো কথাই খাটে। পলাতক সিনেমায় তাঁকে ভোলা যায় না। ঝুমুর নাচের বাইজি চরিত্রে নিজে নেচেছেন, একের পর এক গানও গেয়েছেন নিজের গলায়। আরও অজস্র ছবির মধ্যে সত্যজিৎ রায়ের অভিযান আর গণশত্রুতে রুমার অভিনয় মনে পড়ে। বলিউডের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা বিবাহ বিচ্ছেদের পর বিয়ে করেন চিত্র পরিচালক অরূপ গুহঠাকুরতাকে। ১৯৫৮ সালে গড়ে তোলেন ক্যালকাটা ইউথ কয়্যার। প্রেরণা ছিলেন পল রোবসন আর ভূপেন হাজারিকা। তাঁদের মতোই উদাত্ত কণ্ঠে রুমা গুহঠাকুরতা গেয়েছেন গঙ্গার গান..

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:37 0:00


XS
SM
MD
LG