অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে ১৪২ জন নিহত


ঈদুল ফিতরের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ৩২৪ জন আহত হয়েছেন।

ঈদুল ফিতরের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ৩২৪ জন আহত হয়েছেন। ৩০শে মে বৃহস্পতিবার থেকে ৯ই জুন রোববার পর্যন্ত ১১ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘটিত ৯৫টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এই তথ্য জানিয়েছে। কমিটি দুর্ঘটনার ৬টি কারণ চিহ্নিত করেছে। কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার দে বলেন, সড়ক ও মহাসড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে উদাসীনতা, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বাড়তি ট্রিপ দেয়া, ওভারটেকিং এবং বিভিন্ন আঞ্চলিক সড়ক-মহাসড়কে মোটর সাইকেল ও তিন চাকার যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এসব দুর্ঘটনা হয়েছে।

কমিটির প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যা ও ঈদ যাত্রার প্রথম দিন থেকে দূর পাল্লার অনেক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে অগণিত যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। ঈদের আগে ঢাকা-মাওয়া, ঢাকা-পাটুরিয়া ও ঢাকা-ময়মনসিংহসহ দূরপাল্লার বিভিন্ন সড়কে মাত্রাতিরিক্ত বাস ভাড়া আদায় করা হয়। ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকেও একইভাবে বাড়তি ভাড়া আদায় করা হয়। লঞ্চ ও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনও বন্ধ করা সম্ভব হয়নি। উবার ও পাঠাও-এর মতো ইন্টারনেট ভিত্তিক রাইট শেয়ারিং অ্যাপস মাধ্যমে যাত্রী বহনকারী কোম্পানিগুলোও তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:50 0:00

XS
SM
MD
LG