অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে সহায়তা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ


Rohingya
Rohingya

সোমবার যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান মিয়ানমার সরকারকে লেখা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নাট অসবির একটি চিঠির বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে মিয়ানমার কর্তৃপক্ষ দেশটিতে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত অধিবাসী ক্যাম্পগুলোতে প্রতিশ্রুত পরিবর্তন নিশ্চিত না করা পর্যন্ত জাতিসংঘ ও তার সহযোগীরা সেখানে সব ধরনের সহায়তা বন্ধ রাখবে। ২০১২ সালে রাখাইনে সহিংসতায় বাস্তুচ্যুত এক লাখ ২৮ হাজার

মুসলিমের জন্য বানানো ওই ক্যাম্পগুলোতে অব্যাহত ভাবে সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। সে সময় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের নেতৃত্বে পরিচালিত এক কমিশনের সুপারিশের

প্রেক্ষাপটে মিয়ানমার পর্যায়ক্রমে ওই সব বাস্তুহারার জীবিকা অর্জনের ব্যবস্থাসহ তাদের নিজ গ্রাম বা তার কাছাকাছি পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মিয়ানমার সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়ন করে নাই।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG