যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এমন কিছু নতুন ছবিতে প্রকাশ করেছে,যা কিনা তাদের কথায়, এটাই প্রমান করে আরো পরিস্কারভাবে যে গেলো সপ্তাহে, ওমান উপসাগরে দুটি বিদেশি তেল . হানে ইরানই।
ঐ ফটোতে দেখা যায়, যুক্তরাষ্ট্র যেমনটি কিনা ব্যাখ্যা করেছে যে, ইরানের রেভ্যুলুশনারী গার্ড বাহিনী জাপানী মালিকানাধীন তেল ট্যাঙ্কার কোকুকা কারেজিয়াসের পাশ থেকে বিস্ফোরিত হয়নি এমনি একটি মাইন তুলছিলো। আরেকটি ছবিতে দেখা যায়, ঐ মাইনটা যে স্থানটিতে সংযোজিত ছিলো সেখানে রাখা অবস্থায়। পত্র পত্রিকায় প্রকাশিত ছবিতে, নরওয়ের মালিকানাধীন একটি তেল ট্যঙ্কার অগ্নি প্রজ্বলিত অবস্থায় দেখা গিয়েছে কালো,কূন্ডলী পাকানো ধোঁয়া আকাশপানে উঠতে দেখা গিয়েছে।
ইরান এ হামলার দায় দায়িত্ব অস্বীকার করেছে, অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।