অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের আগেই জাতিসংঘ ব্যার্থ হয়েছে- বিশেষজ্ঞদের অভিমত


Myanmar Rakhine
Myanmar Rakhine

হাজার হাজার রোহিঙ্গা মুসলিমের বিরুদ্ধে মিয়ান্মারে নৃশংস সামরিক তৎপরতার কারণে তাদের পালিয়ে আসার অনেক বছর আগের করা জাতিসংঘের একটি নিরপেক্ষ পর্যালোচনায় বলা হয়েছে যে সংস্থাটির বিভিন্ন শাখা একত্রে কাজ করতে ব্যর্থ হওয়ায় সংস্থাটির পদ্ধতিগত এবং কাঠামোগত ব্যর্থতাই প্রমাণিত হয়েছে।

দ্য এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যে গুয়েতেমালার সাবেক পররাষ্ট্র মন্ত্রী গার্ট রসেনথল সোমবার ৩৬ পাতার যে পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে যে জাতিসংঘ এই রকম পরস্পরবিরোধী মতামতের মধ্যে এক ধরণের সমাধানের ইঙ্গিত দিতে পারেনি যেখানে এক পক্ষ নীরব কুটনীতির কথা বলেছে এবং অন্য পক্ষ মিয়ান্মারে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে স্বক্রিয় ভাবে সোচ্চার হবার কথা বলছে ।

রসেনথল বলছেন এর ফলে ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ শেষে শ্রীলংকার ক্ষেত্রে যা হয়েছিল তেমনি ভাবে জাতিসংঘ এ ক্ষেত্রেও অকার্যকর রয়েছে।

তিনি বলেন প্রশ্নাতীত ভাবে জাতিসংঘের তরফ থেকে গুরুতর ভুল ভ্রান্তি হয়েছে এবং এর ফলে জাতিসংঘ সুযোগ হারিয়েছে।

XS
SM
MD
LG