অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ভারত সফরে যাচ্ছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে নতুন দিল্লী সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সংগে ভারতের সার্বিক সম্পর্ক যে অত্যন্ত ইতিবাচক তা একই রকম থাকবে। দু’দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জুন মাসের ২৫ তারিখে ভারতে যাচ্ছেন।

নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার জয়লাভ করার পর যুক্তরাষ্ট্রের কোন শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর।

ওয়াশিংটন ভারতকেযে বাড়তি সুবিধা প্রদান করে আস ছিল তা এ মাসে বন্ধ করার পর নিউ দিল্লী পালটা জবাবে আমেরিকার আটাশটি জিনিষের উপরে বর্ধিত হারে শুল্ক আরোপ করায় দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা বাড়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রী এই সফরে যাচ্ছেন।
দু’দেশ H1B ভিসা প্রদানের বিষয় নিয়েও আলোচনা করবেন।

XS
SM
MD
LG