অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার সেনা প্রধানকে তার দেহরক্ষী গুলী করে হত্যা করেছে


ইথিওপিয়ার আমহারা ষ্টেটে এক সেনা অভ্ভ্যুত্থানের চেষ্টাকালে দেশটির সেনা প্রধানকে শনিবার তার দেহরক্ষী গুলী করে হত্যা করেছে।

ইথিওপিয়ার আমহারা ষ্টেটে এক সেনা অভ্ভ্যুত্থানের চেষ্টাকালে দেশটির সেনা প্রধানকে শনিবার তার দেহরক্ষী গুলী করে হত্যা করেছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের মুখপাত্র বিলেনে সেইয়োম বলেছেন সেনা প্রধান সিয়ারে মেকোনেন এবং একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল সিয়ারের বাড়ীতে এক সমন্বিত আক্রমনে নিহত হয়েছেন।

সেইয়োম বলেন শনিবার এ্যামহারা রাজ্যের রাজধানীতে এক হামলায় আঞ্চলিক প্রেসিডেন্ট এ্যাম্বাচিউ মেকনেন ও তাঁর একজন উপদেষ্টা নিহত হন। রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ্যামহারা রাজ্যের নিরাপত্তা প্রধান জেনারেল এ্যাসামনিউ সিগে ছিলেন ঐ অভ্ভ্যুত্থানের নেতা।

সিয়ারে মেকোনেনের দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে তবে জেনারেল এ্যাসামনিউ গ্রেফতার হননি।

XS
SM
MD
LG