অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে পূন:নির্বাচন


তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে রবিবার অনুষ্ঠিত হচ্ছে পূন:নির্বাচন। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের ২৫ বছরের প্রভাবের পর গত নির্বাচনে বিরোধীদলের বিজয়ের পর নানা অভিযোগে ঐ নির্বাচন বাতিল হয়।

তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে রবিবার অনুষ্ঠিত হচ্ছে পূন:নির্বাচন। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের ২৫ বছরের প্রভাবের পর গত নির্বাচনে বিরোধীদলের বিজয়ের পর নানা অভিযোগে ঐ নির্বাচন বাতিল হয়।

রবিবার বিপুল সংখ্যক ভোটার ভোট প্রদান করেন। ভোট দেয়া শেষে কাদিকোভ জেলার জনৈক ভোটার সেংগিজ ডেমির তার প্রতিক্রিয়ায় বলেন তুরস্কের গনতন্ত্রের জন্যে এই ভোট খুবই গুরুত্বপূর্ন। বেশিরভাগ মানুষই এক ব্যাক্তির শাষনে বিরক্ত”।

এক ব্যাক্তির শাষন বলতে প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করেই বলা হয়। তুরস্কের সব বিরোধী রাজনৈতিক দলের নেতারা মনে করেন তিনি গনতন্ত্রকে দুর্বল করে দেশটিকে স্বৈরতান্ত্রিক শাষনের দিকে নিয়ে চলেছেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগের প্রেক্ষিতে, ইস্তাম্বুলে গত ভোটে বিরোধী দলীয় প্রার্থী একরেম ইমামোগলুর বিজয়কে নির্বাচনী কর্তৃপক্ষ নাকচ করে দেয়ায় রবিবারের ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী কর্তৃপক্ষ এরদোয়ানের AKP দলের ভোট প্রতারনার অভিযোগ নাকচ করে দেয়; তবে পূন:নির্বাচনের ঘোষণা দেয়।

XS
SM
MD
LG