অ্যাকসেসিবিলিটি লিংক

মৌরিতানিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী


মৌরিতানিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহামেদ ওউল্দ ঘাজৌনি বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন।

মৌরিতানিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহামেদ ওউল্দ ঘাজৌনি বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন।

জাতীয় নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ CENI বলেছে ৬২ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী UPR প্রার্থী ঘাজৌনি ৫১.১ শতাংশ ভোট পেয়েছেন। তিনি শিল্পায়নের মাধ্যমে দেশে চাকুরীর সংস্থান করা ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়িয়ে দেশকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবিধান অনুযায়ি বর্তমান প্রেসিডেন্ট মোহিমেদ ওউল্দ আজিজ ৫ বছরের টার্ম শেষে দায়িত্ত্ব ছেড়ে দেবেন এবং নতুন প্রেসিযেন্ট দায়িত্ব নেবেন। শনিবারের নির্বাচনের মধ্যে দিয়ে মৌরিতানিয়ায় প্রথমবার গনতান্ত্রিক পদ্ধতিতে দায়িত্ত্ব হস্তান্তরিত হতে চলেছে।

XS
SM
MD
LG