অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুলের মেয়র পূন:নির্বাচনে সরকার বিরোধীদের বিজয়


ইস্তাম্বুলের মেয়র পূন:নির্বাচনে সরকার বিরোধীদের বিজয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইস্তাম্বুলের ক্ষমতার ভিত্তি নড়ে গেলো তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের।

ইস্তাম্বুলের মেয়র পূন:নির্বাচনে সরকার বিরোধীদের বিজয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইস্তাম্বুলের ক্ষমতার ভিত্তি নড়ে গেলো তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের।

নির্বাচনের ফল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়ী মেয়র একরেম ইমামোগলুকে অভিনন্দন জানান এরদোয়ানের বিজিত প্রার্থী বিনালি ইলদিরিম। ইলদিরিম তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার প্রতিদ্বন্দ্বীর বিজয়ে তাকে অভিনন্দন জানাই ও সাফল্য কামনা করি। নির্বাচন মানেই গনতন্ত্র এবং এই নির্বাচন প্রমান করলো যে তুরস্কে দারুনভাবে তা কাজ করছে”।

এরদোয়ান নিজেও অভিনন্দন জানান বিজয়ী ইমামোগলুকে। নির্বাচনে তিনি ৫৪ শতাংশ ভোট পান।

জয়লাভের পর দেয়া এক বক্তব্যে ইমামোগলু বলেন এই বিজয়ের মধ্যে দিয়ে গনতন্ত্রের বিজয় হয়েছে। এটি একটি নতুন যাত্রা। ভালবাসা ধৈর্য সম্মান দিয়ে বিপরীতমুখী অশুভ শক্তিকে হঠিয়ে বৈষম্য দূর করে মানুষের কল্যান করা হবে।

XS
SM
MD
LG